যদি না বন্দি থাকতাম এ পিঞ্জরে,
দেখাতাম তোমারে;
ভালোবাসা কারে বলে;


শত্রুর ট্রেঞ্চের মাঝখান দিয়া গিয়া,
ফুইড়া উঠতাম তোমার দুয়ারে;
বুকের মাঝ বরাবর নদী খুইড়া,
ঝাঁপ দিয়া পড়তাম,
তোমার চক্ষুর সমুদ্র জলে;
চাঁদখানরে ফালি ফালি কইরা কাইটা,
তোমারেই বসাইতাম শশীকন্যার স্থলে;
একখান, দুইখান, তিনখানা ভাঙ্গিয়া,
গড়তাম একখানা অতি উচা পাহাড়;
সেইখান থেকে শিঙা ফুকিয়া,
তোমারে ভালোবাসার সমাচার,
করিতাম সারা জাহানে সম্প্রচার;


আর কিবা বলে বুঝাবো তোমারে,
সখী!
তুমি যে একটুও বুঝলা না আমারে;


এই পিঞ্জররে ছাইড়া আমি,
যাই কেমনে;
ভালোবাসিলো যে এ পিঞ্জর,
সারাটা জনম ভরে।


(১৫.০৬.২০২০)