দু'কলম কবিতা লিখে,  ✒
তা দেখলেন মেপে মেপে; 📏
তাল মাত্রা ছন্দ ঘোড়া  🐎
তো চলছে বেজায় ঝেঁপে;  👌


ভূপতি দাস মহা খুশি, 😃
পদ্যটা দাঁড়িয়ে গেছে !
ছন্দ দেবী ঘুরে ফিরে 👼
সে লাফিয়ে লাফিয়ে নাচে; 🙆


পড়তে গিয়ে বুঝলেন,
মাথায় চড়ে গেল তাপ;🔥
ছন্দ মাঝে হারিয়েছে
পদ্যটির মূল ভাব ! 💥


ভূপতি বাবু ক্ষেপলেন !
রেগে গদ্যে বললেন; 😠
ছন্দ যদি খায় ভাব,
তো পদ্য লিখে কি লাভ? 😭


(08.10.2021)


(* বেশ কিছুদিন আগে, আমাদের আসরের আড্ডা ঘরে একজন তরুণ সদস্য কে দেখলাম বলছেন, "ছন্দ কবিতা ভালো লাগে না, ছন্দ অন্ত্যমিল ঝড়ের মাঝে কবিতার বক্তব্যই যেন ধরতে পারি না", ওর কথাগুলোকেই কবিতা রূপ দিলাম, আর কিছু না। আমার মনে হয় তরুণ সদস্যটি স্বরবৃত্তের দ্রুত ছন্দের কথা বলছিলো। নতুন প্রজন্ম তরুণেরা গদ্য কবিতার প্রতি আসক্ত । আমার নিজের স্বরবৃত্ত খুব ভালো লাগে, এবং লিখেছি বেশ অনেকগুলো, এমনকি সনেট পর্যন্ত। এই পদ্যটি মাত্রাবৃত্তে, (৯/৯) এক্সপেরিমেন্ট!)