যুবক যুবতীরা যৌবনে,
কত না বাছ-বিচার খুঁতখুঁতে,
এটা ভালো না, ওটা ভালো!
এখানে কালো তো ওপারে মুগ্ধতার আলো!
এটাতে দুর্গন্ধ, ওটাতে মদিরতা!
এটাই চাই,_ এ ছাড়া মনে সুখ আসবে না;


তারপর একদিন কখন কি যে হয়ে গেলো;
পালালো যৌবন কোন পথে কোন দিকে কোনখানে,_
লম্ফ দিয়ে চলে গেলো বয়স যখন প্রৌঢ়ত্বে, সময়ের এক অমোঘ টানে!
একিসাথে বিদায় নিলো,_ জীবনের সব খুঁতখুঁতে
বাছ-বিচার;_ সবকিছুরই অবসান হলো;
তখন যা কিছু কার্যকর, উপযোগী, যা দিয়ে কাজ চলে যায়,
তাই বেশ ভালো;


সৌভাগ্য অনেক জুটছে এখনো যা-ই কপালে,
নির্বিবাদে দিয়ে দিচ্ছি ফুল মার্কস,
জীবনের সান্ধ্য পর্বে বলে উঠি আমরা, "ওয়াটএভার ওয়ার্কস!" ।


(১৯.১১.২০২০)


(*ওয়াটএভার ওয়ার্কস > Whatever Works > যা কিছুই কার্যকর, উপযোগী)