তিমির অন্ধকারে পা বাড়িয়ে-
ফিরে আসতে ব্যাকুল হয়নি,
ঝড়ের  হাওয়ায় ছিটকে পড়ে যাওয়ার;
ভয়ে ভরসার লাঠি কে আঁকড়ে-
ধরি নি,
অপেক্ষায় প্রহর গুনেছি-
বারংবার;
সহ্যের দেয়ালে পিঠ আটকে,
রেখেছি- ছাইচাপা অনলের তাপে
পুড়তে দেই নি,
আশায়-আশায় নিরাশ হয়ে,
স্বপ্ন বুনা বন্ধ করি নি,
ঘাতে-প্রতি ঘাতে হাল ছেড়ে,
আত্মগোপন করি নি,
বরং; অপেক্ষায় দিন গুনেছি
বহুবার-
তোমাকে পাওয়ার ইচ্ছায়,
আকুল হয়েও তোমাতে-
স্পর্শ করার অভিপ্রায়
জন্মাইনি,
নিরব চাহনিতে দেখতে
কখনো উদ্ধত হয় নি,
বরং; অপেক্ষায় কাটিয়েছি
স্বীয় স্বত্বা।।