জীবনযুদ্ধের মধ্যদিবসে,
ক্লান্ত আমি !
ভাবছি একা বসে,
পেরিয়ে গেছে দিনগুলো আমার
মধ্যবিত্ত কোন অগোছালোর বেশে ।


মধ্যবিত্ততে অভিনিত আমি,
কুড়িয়েছি ধিক্কার!
আমি ভাবি এ ধিক্কার নয়,
এ আমার অহংকার।


বেকারত্বের কারাগারে
কর্তব্যহীন করেছে মোরে,
ঘুরি ফিরি দ্বারে দ্বারে
কেউ দয়া নাহি করে,


দাম নাই যোগ্যতার !
সবার ঘোর ঘুষ আকাঙ্খার।
কে বোঝে এই অবেলার,
বেকারের হৃদাত্মচিৎকার?