অনন্ত নির্বাসনের ডাক দরজায় কড়া নাড়ছে বারে বারে,
স্মৃতি গুলো আজ, মস্তিস্ক ছাড়তে চলেছে,
দেহ আমার অর্ধ ঝিমে মগ্ন হয়েছে,
রঙিন স্বপ্ন ভেঙে সাদাকালো দিনগুলোও আজ ঝাপসা হয়ে গেছে,
হারানোর বিষাধের যন্ত্রনাটা দিনকে দিন তিব্রতর হতে চলেছে ,
তবু অপেক্ষার পাহাড়টা এখনো ওই আকাশ ছোঁয়ার সপ্ন দেখছে !


জানো মায়াবিনী ? এখনো ইচ্ছা হয় !
লালটুকটুকে টিপে, বৈশাখী বধুয়ার বেশে তোমায় দেখতে,
এখনো ইচ্ছা হয় !
হাতদুটি ধরে, চাঁদনী রাতে বেলকুনীর কোনে দাঁড়াতে।
এখনো ইচ্ছা হয় !
তোমার কাজলকালো চোখে, চোখ রেখে ভালবাসার সাক্ষ্মী হতে।


কেন তুমি আসছো না?
তোমার কি কখনো আমার মত চেতনা জাগে না ?
অভিমান কি এখনো ঘিরে রেখেছে তোমায়? নাকি আটকে গেছো তোমার পুরানো বাস্তবতার সত্যতায়?
আমি আর পারছি না গো !