মনকাব্য লিখি আমি
কবি  হতে নয়,
এই জীবনে আমি কারো
মনে পাই নি ঠাই।


দুঃখ আমার জীবন সাথী
পাই না কোথাও সুখ,
সেই দুঃখেতেই ব্যাথীত
আমার এই বুক।


ঘুমের ঘোরে স্বপ্ন দেখি
পেয়েছি সুখের দেখা,
ঘুম ভাঙতেই উঠে দেখি !
আমি বড়ই একা।


যেদিন আমি সুখ পাবো,
হয়ত সেদিন হারিয়ে যাব !
পাবে খুঁজে আমায় তখন
হাজার তারার মাঝে।


মনটা তবু আশাবাদী
আশায় বুক বাঁধে,
আশাগুলো ভেঙে গেলে
একা একাই কাঁদে।
আশা রেখে লিখলাম আমি
তোমাদেরই কাছে ,
যদি একটু স্থান দাও
তোমাদের হৃদয় মাঝে।


ধন্য হবে আমার জীবন
ধন্য হবে মন,
একটু সুখের অপেক্ষা !
করি প্রতিক্ষন।