যে দিন যাচ্ছে চলে
ফিরবে না তা আবার,
যে কথা যাচ্ছি বলে
অতীত হবে একটু পর।


যে আকাশ দেখছি বসে
সে আকাশ নয় আমার,
যে টুকু ভাবছি বসে,
সব জুড়ে স্মৃতি তোমার।


যে দিন যাচ্ছে চলে
সবটুকু নয় আমার,
যে টুকু প্রাপ্য ছিল
তা দিয়েছে কারিগর,
যে হিসেব গেছে চুকে
তা ছিল না আমার।


যে দিন যাচ্ছে চলে
সে শুধু হারাবার,
যতটুকু  আপোশ হলো
বিরোধী সব ইচ্ছার।