আসছে জনম আবার হবে
                বকুলতলায় হঠাৎ দেখা
            শুরু হবে তোমার সাথে,
                নতুন করে পথ চলা।।    


           আসছে জনম আবার মোরা
                খুনসুটিতে উঠবো মেতে    
           অভিমানের জল মুছিয়ে
               ভালোবাসায় নিবে কাছে।।


           আসছে জনম কোন পুজোয়
                সিঁদুর দিয়ে রাঙিয়ে দিও  
           বেলি ফুলের একটি মালা,
               খোপায় তুমি পড়িয়ে দিও।।


           আসছে জনম আবার আমি  
               তোমার মুখের হাসি হবো  
           সেই মুখেরই হাসি দেখে
               ক্লান্তিটুকু কাটিয়ে নিবো।।


          আসছে জনম  শেষ বেলাতে  
             তোমার কোলে রাখবো মাথা
          সেই সুখেরই কথা ভেবে,
              এবার না হয় থাকবো একা।।


          এই জনমে হয়নি  যা যা
               আসছে জনম হবে সব
          মিলিয়ে নিও আমার কথা    
               ভালোবাসা যে চিরন্তন।।