ও বন্ধু,তুমি কি সেদিন সত্যি হয়েছিলে খুন!    
   আরে ওরাতো জানে না,সেদিন আসলে
আরেকটিবার হলো খুন,তোমার এই প্রানের
             বাংলার অপরুপ রুপ।।


ওরা বললো টুংগিপাড়ায় রেখে এসেছে তোমায়,      
       দিয়ে এসেছে তোমার কবর,
আরে ওরাতো জানেনা-তোমার ডাকে যে দেশ
        হলো স্বাধীন,সেই দেশেরি
   কবর হলো,বুঝলো না ওরা সেদিন।।


১৫আগস্ট, তোমাকে নিয়ে মিটিং-মিছিল
        কত কিছুই যে হয়!!  
আমিতো শুধু তোমাকেই খুঁজি,হে পিতা,
      হে বাংলার বন্ধু,বঙ্গবন্ধু।।


আরেকটিবার হয়তো আসবে,তোমার ঐ
            বজ্রকন্ঠ লয়ে,
হবে অবসান,শত অপেক্ষার-হে বন্ধু,
      হে কোটি মানুষের প্রান,
              হে বঙ্গবন্ধু।।