মেঘের ঐ কান্না যদি ছুঁয়ে যেতো আজ তোমায়!
তবে তুমি বৃষ্টি এলে ভিজতে না আর খুশির ভেলায়।
পাহাড়ের ঐ ঢাল বেয়ে যায়,"ঝর্ণা",বলে যাকে ডাকো!
ওটা যে তার অশ্রুবারি,সে কথা কি বুঝতে পারো?
সমুদ্রের এই গর্জনেতে,অভিমানটি তার বুঝতে যদি!
ভাসতে না আজ এমন সুখে,দুঃখটাই পেতে বেশি।
মাটিতে ঐ চিড় দেখেছো?আরে,তুমি যাকে খরা বলো,
বুঝলে না'গো কতটা আঘাত পেয়ে তার নরম মনটি আজ শক্ত হলো!!


বুঝলে না'গো,বুঝলে না'গো,এতো কান্না আর এতো কষ্ট
তাদের এই দুখের মাঝে তুমি তোমার সুখটা খোঁজ।
সুখের তরীতে ভাসছো তুমি,জানি!ভাসবে তুমি ভবিষ্যতেও,
কষ্টটাতো নিজেরই থাকে,কেউ নেয় না আপনভেবে।
বলবে না কেউ,"শুনছো, তুমি?তোমার কষ্টটা আজ নিলাম তুলে।
একটুখানি সুখের রঙে,রাঙিয়ে দিলাম আজ তোমাকে।।"