ধূসর কাল মেঘের হিংস্র চাহনীর
বিদ্যুৎ খেলে যায় আজ মনের বন্দরে,
হারিয়ে গিয়েছি  আমি গভীর সাগরে ।  
উত্তাল এ ঢেউয়ের অশনি শব্দের
সন্ত্রস্ত হুংকারে ডুবে যাচ্ছিযে কষ্টের
চোরাবালিতে, নিঃশব্দে,খুব ধীরে ধীরে।
বাতাস আজ বিষাক্ত, জীবনকে ঘিরে,
নিষিদ্ধ শিখার প্রেম গভীর রাতের।


যান্ত্রিক জীবন ছেড়ে চল না পালাই
বিষাক্ত ভালবাসার দিয়ে অবসান ।
সূর্যের তেজ ফেকাসে,রক্ত শূন্য দেহ।
আজ সব কিছু ভুলে শূন্য হয়ে যাই,
ফেকাসে সূর্যের তেজ,গোপন বসন
সব খুলে মিশে যাই ,রূষ্ট করে দাহ।


০৬/১১/২০১৮ইং
টোলামর,আয়ারল্যান্ড