গাং চিলটা উড়ে যাচ্ছে একা এক মনে
ঐ চিলটা দেখে আমি একা একা হাসি,
অথৈ দুঃখের সাগরে একা আমি ভাসি,
অসহায় এই মন কাঁদে এক কোনে ।  
দুঃখের ঐ লোনানদী বইছে নয়নে,
অবিরাম জলস্রোত ঝরছে উদাসি,
তুমি হীনা আমি যেন ভোর হারা নিশি,
পথ হারা আমি খুঁজি তোমায় স্বপনে।


নীল আকাশটা আজ আর নীল নেই
নদীটাও মরে গেছে প্রেমের অভাবে
ঘুণে ধরা ডায়েরিটা ধূলোর সাগরে।
আকাশটা প্রেম চায়, কিন্তু তুমি নেই,
নদীটা তোমার চায় নদীর স্বভাবে
ফিরে এসো ধূল মাখা বুকের নগরে।


টোলামোর, আয়ারল্যান্ড
০৪/০১/১৪২৫বং
১৭/০৪/২০১৮ইং