কান পেতে রই আমি তোমার পদ ধ্বনির শোনার জন্য
ব্যাকুল হয়ে উঠে আমার চোখ জোড়া তোমার ছায়া দেখে
নিজেকে শীতল করার জন্য,  
তোমার গায়ের মাতাল করা ঘ্রাণে পাগল হয়ার জন্য
আমার ঘ্রাণেন্দ্রিয় উঠে চঞ্চল হয়ে ।
তোমার কোমল স্পর্শ পাবার জন্য আমার সাড়া শরীরে
বয়ে যায় এক অজানা শিহরণ ।
আমার ইন্দ্রিয়ের রন্ধ্রে  রন্ধ্রে  শিরায় উপশিরা গুল চায় তোমায় সারাক্ষণ ।
তোমার অপেক্ষার প্রহর গুনে গুনে আমার চোখ দুটো যেন বুড়িয়ে যাচ্ছে,  
তোমার পদ ধ্বনি শোনার অপেক্ষায় আমার শ্রবণ শক্তি আজ হ্রাস পেতে শুরু করেছে,
তোমার গায়ের মাতাল করা ঘ্রাণ পাওয়ার তীব্র বাসনায়
আজ আমার ঘ্রাণন্দ্রিয়টায় বাসা বেঁধেছে সাইনটিক ।
তোমার স্পর্শ পাওয়ার উম্মাদনায়
আজ আমার শরীরের চামড়া গুলো কেমন যেন কুঁচকে গেছে ।
আজও আমি অপেক্ষায় আছি তোমার,
আজও আমার ইন্দ্রয়ের রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরা গুলো
অপেক্ষায় আছে তোমার ফিরে আসার।