রাস্তার ধারে ল্যামপোস্টের নিচে
দাঁড়িয়ে আছে আধো আলো
আধো অন্ধকারে চাকচিক্য পোশাক  পরিহিত
মাধবী লতারা ।
মুখে সস্তা মেকাপ আর
ঠোঁটে গাড় রং এর  লিপস্টিক ।
আগন্তুক দেখলেই হেসে গলে যায়
আর ইশারায় কথা কয় ।
নিজেকে বিকিয়ে দেওয়ার
সে কি করুণ প্রচেষ্টা ।  
রাত বাড়ার সাথে সাথে
বাড়ে দেহের বাজারের বিক্রি ।  
দামি দামি গাড়ির জট লেগে যায়
মাধবী লতাদের সামনে ।
হাতের ইশারায় ডাকে
গাড়ির জানালা গলিয়ে ।
মাধুবিদের মুখে হাসির
বাঁধ ভেঙ্গে যায় ।
একে একে সব চলে যায়
দামি দামি গাড়িতে চড়ে
এক রাতের শয্যার সঙ্গী হতে ।
ফাঁকা রাস্তা পড়ে থাকে
ল্যামপোস্টের নিচে ।
মাধবী লতাদের দেহগুলো
নিয়ে রাতের মহাউৎসবে মেতে উঠে
হিংস্র কিছু মানব পশুরা ।
তারা টাকা দিয়ে
ভোগ কিনে নেয় আর
বিক্রি করে দেয় নিজের আত্মা ।