ব্যঙ্গ করে ডাকে সবাই তারে ডাইনি ,
সাদা চুল,কাল আলখাল্লায় আবৃত দেহখানি,
দেখে মনে হয় যেন জাহান্নাম থেকে
উঠে আসা কোন এক অশুভ নারী।
সবাই পায় ভয়, আর করে তারে ঘৃণা
জীবন তার মরুময় থাকতে সবই চেনা ।
দিন কাটে তার না খেয়ে
আর কষ্টের বোঝা বয়ে ।
কেউ নেই এই দুনিয়ায় তার
সবাই গেছে চলে।
জন্মের আগে মরলো বাপ
মাও মরলো ছটি ঘরে ।  
বড় হল সে মামার বাড়ি
ভাতের ফেন খেয়ে ।
বিয়ের পর মরলো স্বামী
দুটি বাচ্চা রেখে ।
বাচ্চা দুটি মরলো জ্বরে
কেউ দেখলো না ফিরে ।
তার ছোঁয়াতে শুকায় নদী
ঝড়ে গাছের পাতা ,
তাইতো মানুষ নাম দিয়েছে
রাক্ষুসী বনলতা ।
একা একা কাঁদে সে
নিরবে নির্জনে,
মনের দুঃখ শুধায় সে
উপর ওয়ালার পানে চেয়ে ।