(কখ কখ, গঘ গঘ, ঙচ ঙচ, জ জ ছন্দে
শেকসপিরিয় রীতি তে লেখা সনেট)  


নিশীথ নির্জনে ডুকরে উঠে এ মন
কার নিমিত্তে খোঁজে নিদালী দু নয়ন ।
পায়না দেখা তার পথ, ঘাট, পবন,
প্রতীক্ষার প্রলাপে সময়ের চলন ।


ভরা পূর্ণিমা রাতে জ্যোৎস্নার জোয়ারে
দেয় এসে হানা কাদম্বিনীর কেশর ।
উজানে বয়ে যায় উত্তাল হাওয়ারে
কাশ ফুল দিয়ে সাজে আজানা বাসর ।


সংশয়ের ঝঞ্ঝা বহিতে থাকে হিয়াতে
পাবকি তাহারে কাশ ফুলের বাসরে ?
ঝড় তুফান খেলে দরিয়ার পানিতে
ভাসাব কেমনে তরী ঝঞ্ঝার আসরে ।


নাই পাল নাই হাল তবু বাই তরী
তোমারে খুঁজিয়া আমি হন্ন হয়ে মরি ।