বাতি ঘরে বাতি নাই
আলো কোথায় পাই ?
আমি জাহাজী একলা একলা
পথ হেঁটে যাই ।
পথ হাঁটা ছাড়া যে
কোন গতি নাই ,
পথ হেঁটে হেঁটেই আমি
আলো খুঁজে বেড়াই ।
পাল গেছে ছিঁড়ে
হায় মাস্তুল গেছে ভেঙ্গে ,
হাল গেছে ছুটে
আমার তলি গেছে ফেটে ।
ভাঙ্গা জাহাজ নিয়ে আমি
কূল নাহি পাই
আমি জাহাজী একলা একলা
পথ হেঁটে যাই ।