কত দিন আমি আকাশ দেখিনা তোমার সাথে,
কত রাত আমি তোমার হাতে হাত রেখে
একাকি নির্জন রাতে আকাশের তারা গুনে গুনে  
জ্বলন্ত কাঠ কয়লার উষ্ণতায় পাশা পাশি বসে পোহাইনা নিশী ।
তোমার ঠোঁটের উষ্ণ নরম ছোঁয়া,  
তোমার চোখের কামুক চাহোনি,
তোমার মনের মাঝে নষ্ট চিন্তার লুকোচুরি
আমি অনুভব করি না কত দিবস কত রজনী ।  
শ্রাবণের কত বর্ষণ মুখোর সন্ধ্যা গেছে আমার ঝড়ে  
কত ভরা পূর্ণিমা গেছে আমার কাল মেঘে ঢেকে,
তোমায় একাকি ভেবে চোখের অশ্রু গুলো
চোখের কোনায় এসে স্ফটিকের মত দানে বেঁধে গেছে ।
হৃদয়ের ভিতর অচিন এক পাখির হাহাকার শুনি
আমি জানি না আমি বুঝিনা
কিসের সেই হাহাকার।
বুকের বাম পাশটা মোচর দিয়ে উঠে বারবার
হারাণো সেই দিনগুলো খুঁজে ফিরে ফেরারী এই মনটা আমার ।
কত দিন আমি তোমার হাত ধরে
নিশাচর স্বপ্নের দেশে ঘুরে বেড়াইনা
কত দিন আমি কাশ ফুলের ঘন বনে
নীল আকাশ মাথার ওপর রেখে
তোমায় জড়িয়ে ধরে চুমু খাইনা ।
এই অসমাপ্ত প্রেমের করুণ ইতিহাস সাক্ষী
বুকের ক্ষত গুলোর বয়স যতই বাড়ছে    
ততোই ক্ষতগুলো অনিপুণ ভাবে হৃদয়ের ব্যাথা বাড়াচ্ছে  
আর আমি আমার নিজের মাঝেই নিজেই অসমাপ্ত হয়ে
পড়ে আছি নিছক মায়ার ছলে এই ঐন্দ্রজালিক আবনীর বুকে ।