মন্দিরের কাঁসার ঘণ্টার মতই পবিত্র
কিন্তু বেজে যাও সবার হাতের ছোঁয়ায় ।
পবিত্রতার খোলসে ঢাকা
তোমার পুরু রং,
সবটাই মলিন হয়ে যায়
কতই না রং এর ছোঁয়ায় ।
মন্দিরের ঘণ্টার মতই
তুমি বেজে যাও ঠং ঠং ঠং করে ,
ভাব দেবতার ঘুম ভাঙ্গাও
পূজারীর পূজা আরচোনার তরে ।
যেই আসে সিঁড়ি ভেঙ্গে
ইছে মত যায় বাজিয়ে
ঠাকুরের উঠান মারিয়ে ।
বুঝনা তুমি শুধু যাও বেজে
দেবতার ঘুম ভাঙ্গানোর তরে ।