এখনতো নেই সময় আমার ভালবাসার ,
এখনতো নেই সময় আমার রাত জেগে থেকে
আকাশের চাঁদের সাথে তোমার তুলনা করার।
এখনতো সময় শুধু রাস্তায় ঘুরে বেড়াবার,  
এখনতো সময় মিছিল মিটিং আর আলোর মশার জ্বালাবার,
এখনতো সময় আমার নতুন করে পথ চলার ।
এখনতো নেই সময় আমার মুঠো ফোনে  
অযথা চাঁদ তারা এক করে তোমার রূপের প্রশংসা করার।  
এখনতো নেই সময় আমার বন্ধু দের সাথে ক্যাম্পাসের কোনায় বসে  
ক্লাস ফাঁকি দিয়ে প্রেমের গল্প করার…।
এখন তো নেই সময় আমার বিকেল বেলা
দল ছুটদের নিয়ে খেলার মাঠে ধুলো ময়লা মাখার।  
এখন তো সময় আমার ৫৬ হাজার বর্গ মাইলের
লাল সবুজের সৌন্দর্য কে তুলে ধরার,
এখন তো সময় আমার পথে পথে ঘাটে ঘাটে দুঃখি মানুষের পাশে বসে
তাদের সাথে তাদের দুঃখ্য ভাগ করে নেওয়ার।
এখন তো সময় আমার বাংলা মায়ের ডাকে সাড়া দিয়ে
তারই ধূল কাঁদা গায়ে মেখে রাক্ষস তারাবার।
এখন তো নেই সময় আমার চায়ের কাপে ঝড় তুলে
বন্ধুদের সাথে জম্পেশ আড্ডা মারার,
এখন তো নেই সময় আমার টাকার নেশায় ভুল ভাল কাজ করার,
এখন তো নেই সময় আমার চাকরির খোঁজে পথে পথে ঘুরবার।
এখন সময় আমার মহা প্রলয়ের ডাক দিয়ে  
ঝড়ের প্রবল রূপ ধরে ৫৬ হাজার বর্গ মাইল হতে
সব রক্ত চোষা দানব গুলোকে
ভিন গ্রহে নির্বাসন দেবার।।
এখন তো নেই সময় আমার বসে থাকাবার ।।