নীল আকাশ থেকে এক
রাশ নীল এনে বিধাতা
ছড়িয় দিয়েছে তোমার দু নয়নে ।
সূর্যের এক ঝলক এনে
বসিয়ে দিয়েছে তোমার
ঠোঁটের কোনে ঐ মুচকি হাসিতে ।
মেঘের কাঠ কয়লা রং এনে
মিশিয়ে দিয়েছে
তোমার রেশমি কালচুলে ।
তুমি অপূর্বা, তুমি অপ্সরা
তুমি ইন্দ্রধনুর ইন্দ্রকুমারী ।
রং ধনুর সাত রং থেকে সব
রং এনে বিধাতা
মিশিয়ে দিয়েছে তোমার হৃদয়ে ।
সাগরের গভিরতা থেকেও
গভির করে দিয়েছে
তোমার ভালবাসাকে ।
তুমি অনন্যা , তুমি অতুলনীয়া
তুমি সীমাহীন
আসমানের সিমানা থেকেও ।


১০/৬/২০০৬ইং
ঢাকা মিরপর