আমি ভালবাসি তোমায়
বলেছিনু তোমার হাত খানি ধরে
পহেলেআ বৈশাখের জলদ মাখা দুপুরে ।
আমি ভালবাসি তোমার
মিষ্টি মধুর হাসি
বলেছিনু তোমার শাড়ীর আচল খানি ধরে
জ্যৈষ্ঠের ক্লান্ত শ্রান্ত দুপুরে ।
আমি ভালবাসি তোমার
ছলনাময়ী নিষ্ঠুর ব্যবহার
বলেছিনু তোমার চোখে চোখ রেখে
বৃষ্টি ভেঁজা বর্ষার আষাড়-শ্রাবন মাসে ।
আমি ভালবাসি তোমার
নিরব আকুতি শূন্য দৃষ্টিতে চেয়ে থাকা,
বলেছিনু তোমার কোলে মাথা রেখে
শরৎকালের মুক্ত আকাশের নিচে
ভাদ্র- আশ্বিন বেলায় ।
আমি ভালবাসি তোমার
আনন্দে ভরা দু চোখের আশ্রু ধারা
বলেছিনু তোমায় বাহুতে জড়িয়ে
কার্তিক- অগ্রহায়ণের নবান্নের মেলায় ।
আমি ভালবাসি তোমার
রেশমি কাল চুলের খোঁপা
বলেছিনু তোমায় চাঁদনী রাতে
শীতের পৌষ – মাঘের কুয়াশার মেলায় ।
আমি ভালবাসি তোমার
বাহুতে জড়িয়ে থাকা
বলেছিনু তোমায় পাখির গানে মুখরিত
বসন্তের ফাল্গুন – চৈত্রের বিকেল বেলায় ।


রচনা কাল ২০০২ মার্চ
মিরপুর  ঢাকা।