ঘন জঙ্গল পোকামাকড়ের ঘর বসতি
দুর্গম পথ অন্ধকার রজনী
পাড়ি দিতে হবে সঙ্গী ছাড়া
দুর্লক্ষ্য এই  দুর্লঙ্ঘ পথ ।
দূর বহু দূর আলোর দিশা
পৌছাতে হবে কাঠখড় পুড়িয়ে ।  
সামনে আছে বিশাল পাহাড়
জঙ্গলটা পেরিয়ে ।
পাহাড়ের চূড়ায় উঠে দেখি
অথৈ জলের নীল জলরাশি,
ঢেউয়ে ঢেউয়ে উত্তাল
হাঙ্গর জলে ভাসে ।
হাঙ্গর সমুদ্র হয়ে পার
অন্য কূলেতে আসি,
অন্য কূলেতে এসে দেখি
আমি পরবাসী ।