নিরবে চেয়ে রই আমি
তোমার পদ চিহ্নের দিকে
যে পথ ধরে গেছ চলে
আসনিতো আর ফিরে ।
কত কথা বলব তোমায়
ভেবে রেখে ছিলাম
বলি বলি করেও
হলনা তোমায় বলা ।
এক সাথে পথ চলবো দুজন
পথ হারা এই পথে
মাঝ পথে চেয়ে দেখি
তুমি নাই সাথে ।
কালের পথে একা করে
চলে গেলে তুমি বহু দূরে
দেহের ভিতর প্রাণটা রেখে
নিয়ে গেলে বাকি সবই ।
নিদ্রাহীন চোখে চেয়ে রই আমি
তোমার পদ চিহ্নের দিকে
যে পথ ধরে গেছো চলে
জানি আসবেনাতো কভু  ফিরে ।
জীবনের পথে একা রেখে
ভালবাসা গুলকে পদ দ্বারা
পিষ্ট করে কভু কারো  
হৃদয়ের উপর দিয়ে
চলে যাতে নেই ।
তুমি গেছ চলে
ফিরাতে পারি নি তোমাকে
নির্বাক চোখে চেয়ে রই আমি
তোমার পদ চিহ্নের দিকে চেয়ে ।


১৭/৩/১৩ইং
টোলামোর,আয়ারল্যান্ড