আমি আর মরে পরে থাকতে চাই না
কোন সমুদ্রের বালুময় তটে।
আমি আর বার বার ছিন্ন ভিন্ন হতে চাই না  
দখলদার কোন বাহিনীর ছোড়া গোলার আঘাতে।
আমি চাই নীল আকাশে মুক্ত বিহঙ্গের মত
ডানা মেলে মেঘের রাজ্যে হারিয়ে যেতে।
আমি চাই খোলা মাঠে সবুজ ঘাসের উপর
ভয়হীন ভাবে ফড়িং এর মত ছুটে বেড়াতে।  
আমি আর না খেয়ে পড়ে থাকতে চাই না
যুদ্ধের ভয়াবহ দাবানলের আগুনের সব হারিয়ে।
আমি আর চাই না শরণার্থীর সাইন বোর্ড গলায় ঝুলিয়ে
কোন শরণার্থী ক্যাম্পে বাস্থহারা হয়ে অসহায় বন্দী জীবন কাটাতে।
আমি চাই যুদ্ধের লেলিহান মুক্ত একটি সজীব পৃথিবী
আমি চাই গুলির শব্দহীন, আতঙ্কহীন এক শান্তির নিদ্রা।
আমি আর মুখ গুজে লুকিয়ে থাকতে  চাই না
মার বুকে ভয়ে আতঙ্কে মৃত্যুর প্রহর গুণতে।


টোলামোর আয়ারল্যান্ড
৬/১০/২০১৫
রাত ৩টা ২৪ মিঃ