আমার ইচ্ছে করে তোমায় নিয়ে হারিয়ে যেতে
দূর কোন এক অচিন দ্বীপে ।
যে দ্বীপে থাকবে না শহরের কোন
ব্যস্ত জনপদের নোংরা কোলাহল ।
যেখানে থাকবে শুধু তোমার আমার স্বপ্ন;
আর থাকবে আমাদের ভালবাসা ।
ছোট একটা নীড়
সেই নীড়েতেই সব সুখ থাকবে তোমার জন্য;
আর তুমি শুধু .. শুধুই আমার জন্য ।
আমার ইচ্ছে করে তোমায় নিয়ে
বঙ্গোপসাগরের নীল জলরাশির বুকে
ছোট্ট একটা জেলে নৈকতে চড়ে
গোধুলি লগ্নের সূর্যটা দেখতে ।
আমার ইচ্ছে করে গভির রাতে
সাগর পারে পাশা পাশি
দুজন বসে থাকবো
একটা চাদর জড়িয়ে
একে অন্যের হাতে হাতটি রেখে ।
দক্ষিণা মৃদু হাওয়ায় তোমার
রেশমি কাল চুলগুলো
অবাধ্যের মত উড়তে থাকবে ,
আর তুমি চেয়ে থাকবে
আকাশের পূর্ণ চাঁদটার দিকে ।
তখন হয়তো সমুদ্রের গর্জনও থেমে যাবে,
থেমে যাবে ঝিঁঝিঁর ডাক ।
শোনা যাবে শুধু একটাই কথা
ভালবাসি..ভালবাসি..ভালবাসি ।
আমার ইচ্ছে করে তোমায় নিয়ে নিশি রাতে দেয়ার ডাকে
ছোট কুড়ের নীড় ছেড়ে
সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বৃষ্টি স্নান করতে ।
আমার ইচ্ছে করে শুধু তোমায়
শুধুই তোমায় ভালবাসি বলতে ।


মিরপুর,ঢাকা
১০/০২/২০০৪ইং