নিথুয়া নীল আকাশ তমঃ মেঘে ঢাকা
শ্রাবনে খেলে অশ্রুর  অনাবিল ধারা।    
মঞ্জীরের ক্লিষ্ট ধ্বনি,জীবনের চাকা,  
ধ্বজীর কুটিলে বাঁধা শুভ্র প্রীত চারা।
অতৃপ্ত হৃদয় কাঁদে নিঃসঙ্গ এ রাতে
ব্যাথা গুলো পুষে রাখি রহস্যের জালে।
তমিস্র এই ভুবনে বাঁধি ঘর প্রাতেঃ  
অঙ্গারে ভস্ম যে হিয়া কুহকের চালে।


কুহু সুরে ডাকে সখি অচেনা ঐ পাখি
ধ্বজীর শিকল ছিঁড়ে কি করে যে আসি।  
হিয়া পাখি হয়ে বন্দী , খাঁচার ঐ শিখী।
শুরা পান করে ধ্বজী যাত্রা দিল কাশী ।  


নিশাচর স্বপনের গুন গুন গানে  
নিশি রাতে চেয়ে থাকি আকাশের পানে।


১৩/১১/২০১৬ইং  
টোলামোর, আয়ারল্যান্ড।