আজব এক দেয়াল, অদৃশ্য রেখায়
ইট পাথর সিমেন্ট কিছুই যে নেই
তবুও এই দেয়াল বিভক্তি শেখায়,
শেখায় জাত ভেদের যত আছে খেই।  
আজব বৃত্তের এই ঘনক দুনিয়া,
ডুবে আছে বিশ্বাসের খুনের প্লাবনে।
বিশ্বাসের নামে যত অবিশ্বাসী হিয়া
ঘাস কাটে জঙ্গলের সভ্যতা স্থাপনে ।


নীল আকাশে উড়ন্ত  শঙ্খ চিল কাঁদে
পোড়া শহরের কাল ধোঁয়ার প্রদাহে,
কাল নিস্তব্ধ এ রাতে ধূলো জমে চাঁদে  
মাকড়সা জাল বুনে চলে স্বর্গ মোহে ।


কর্ণ পর্দা ফাটে ধর্ম ধর্ম রণনাদে
বিভক্তির রেখা বাড়ে আস্থার পারদে।


০৬/০২/২০১৭ইং।
টোলামোর, আয়ারল্যান্ড