অতৃপ্য এই নয়ন অত্যাসক্ত প্রেমে
আঢুল রাত্রির ক্ষ্যাপা চাঁদের আলোয়
ইন্দ্রজালের রচিত ইল্লতের কামে,
ঈপ্সা জাগে মনে সুপ্ত দেহ কামনায়।
উচ্ছলিত ফণিনীর মূর্ত যমুনায়  
ঊহ্য প্রেমের তরঙ্গ ঘামের ধারায়।


ঋষ্ট ভালবাসা, সাথে এক ফোঁটা বৃষ্টি
এষণার প্রবৃত্তের অগ্নিবাণ হৃদে,
ঐকতান বাজে শ্রব্যে, নিক্বণের সৃষ্টি ।
ওলাহন দিয়ে যাও, যত পারো কেঁদে
ঔজ্জ্বল্য আজ বৈরাগ্য কুটুকের ফাঁদে,
করুণ হৃদয় পাপে ভরা জীর্ণ খাঁদে।


খমনির আলো আজ অন্ধকারে ঢাকা
গর্হণা মাথায় নিয়ে নির্বাক জীবনে
ঘন কাল মেঘ যেন বারিহীন ফাঁকা।
চষকে চুমুক দিয়ে তার প্রেমো ধ্যানে  
ছটফট করে মরি আবৃত স্বপনে
জলঙ্গা ধৃষ্ট প্রেমের নিষিক্ত চুম্বনে,।
ঝঙ্কারা শুনি নতুন উদিত সূর্যের
টলনের দিন শেষে শীতল বৃষ্টির।


১২/০৪/২০১৯ইং
টোলামোর, আয়ারল্যান্ড