মনের গভীরে অন্তর্লীন ক্ষয়
মৃত্যু পোড়াতে পারে চিতার অবক্ষয়


ঘাসজমি ছিল অনেকটা সেইখানে
জীবন যেখানে দিগন্তরেখা ছোঁয়
অপারগ কবি পারেনি যে নামাতে
মেঘমল্লারে বৃষ্টির ফোঁটা কয়


নষ্ট হবার পরতে পরতে গাঁথা
কষ্ট করার আত্মদহন স্মৃতি
শুদ্ধ-শ্রমন গেরুয়া মেখেছে গায়ে
ত্যাগ-তিতিক্ষা আরোগ্য আকুতি


আবার কখনো আগের সহজ হলে
সাপলুডো ক্ষোভ পুনর্জন্মে খাক
আবারো কখনো চাইলে নূতন করে
শিশিরে সবুজে ক্লান্তির মায়া যাক


জমে থাকে তবু আঁধারের ক্ষত যত
মনের গভীরে অন্তর্লীন ক্ষয়
কর্ণের জ্বালা বোঝেনা অর্জুনেরা
মৃত্যু পোড়াবে চিতার অবক্ষয়...