রঙিন রজনী বলে কি কিছু হয়?
নীলাকাশ শুধু প্রশান্তি দেবে, এ ভাবনা ভুল নয়?
শুনেছ কি ঐ আলোয় আলোয় ভুল বোঝাবুঝি হয়?


কোনো কোনো রাতে চাঁদের আলোয় জ্বলে জোনাকির পাখা
তেমনই আবার কোনো রাত কালো, আঁধারে আকাশ ঢাকা!
যে গগনে ভাসে কালো মেঘ দল, সেথায় ই ভাসে প্রেম
সুদূরে মিলায় নীলাভ লীলায় রৌদ্র রূপী হেম!
তবে কেন বলো কুয়াশায় ডুবে নিঃশেষ তুমি প্রায়,
চাইলেই বুঝি অন্তহীনের গর্ভে হারানো যায়?


আলো-আধারীর ছায়াময় দ্বীপ রঙে-রসে সেজে ভাবে
হয়তো বা কোনো পথহারা কবি সে সাজেই ডুবে যাবে!
কবির চোখের কাঁচের চশমা কত কিছুই যে দ্যাখে-
বোকা দ্বীপ টা কি দিশেহারা তার মনের খবর রাখে?


সে বোধহয় জানে না,
রঙের বাহারে নির্বাক মন আনন্দে নেচে ওঠে না।
তৃষিত নদীও মন খারাপে স্রোতের টানে ভোলে না।
না দেখে সে চোখ রূপসী ঝর্ণা গাইছে সুরের গান
কি জানি কোথায় হারিয়ে বসবে চঞ্চল এই প্রাণ!


আর, তুমি ডুবে গেলে কুয়াশার মাঝে?