বয়সটা বুঝি এসেই গেল।


খোলা আকাশ, মাটিতে ঘাসের গন্ধ
কেন যেন অসহ্য লাগে আজকাল,
বিরক্ত হই।
ঝাঁকে ঝাঁকে পাখিদের ওড়া, উহু, দেখতে ভালো লাগে না আর।
ইচ্ছে করে না দুপুরের মিষ্টি হাওয়াটা গায়ে লাগাতে।
ঠকেছি, নাকি ঠকিয়েছি, তার হিসেব কষার সুযোগ যেন পেলাম ই না!
বুঝেছি, নাকি বুঝিনি, তাও বুঝতে গেলাম না।


লোকে বলে, আর বুঝি সময় নেই তোর হাতে,
আমি বলি, তোমার কি গো তাতে?


বয়সটা বুঝি এসেই গেলো।


চিরকাল যা চাইনি কখনও, তাই যেন চাই আজ
ভালোর মুখোশ কালোর মাঝে, সে তো কেবলই সাজ!
স্মৃতির ঝোলা টা পূর্ণ হচ্ছে অভিশাপের মোহে
কাটছে এ দিন মেঘলা মনেই, দারুণ বিরহে!