বর্ষণ প্রিয় অম্বরে দেখি চাঁদমুখি টিপ তার
শশী সখা হার মানিলো সে আজ, চমকিত শশী ধর।
ওষ্ঠ কাঁপিছে পল্লব সম, আঁখি নত মৃদু সাজে
অর্ধেক মুখ ঢাকিয়াছে দেখি তাহার চুলের ভাজে!
বিবর্ণ হাসি বর্ণ লভিয়া সঞ্চারে প্রাণ সুরে
দন্ত কতক জুড়িল দ্যোতনা, দুঃখ ভাগিলো দূরে।
দক্ষিণা সমীর হইয়া অধীর উড়াইছে কালো কেশ
চিত্ত রঙিন হইলো সহসা, গ্লানির নাহিকো রেশ!
কর্ণের দুল যেন বুনোফুল নাচিছে, দুলিছে বায়ে
ফেলিলাম বুঝি এই মন আজি তোমাতেই হারায়ে!