সব কথা কি চাইলেই ভুলে যাওয়া যায়?
চাইলেই কি মুছে ফেলা যায় সব স্মৃতি?
কিছু কিছু গান থাকে, কণ্ঠ যাদের চেনে
কিছু কিছু অভ্যেস থেকে যায় সবকিছু মেনে।


হারিয়ে ফেলার থাকে অনেক কিছু।
বড় ভাগটাই বুঝি তার!
হারানো যে শুধু কষ্টই দেয়, তাও নয়।
কিছু হারানোর আছে অভিসার।


না পাওয়ার পিছে ছুটে লাভ নেই জেনেও ছুটেই চলেছি!
একই গান, একই কথা বার বার বলেছি।
আমি বুঝি মন কি বলে,
কিসের জন্য তার এই ব্যাকুলতা!
বলবো তোমায়,
যেদিন বৃষ্টি হয়ে নামবে তুমি আমার গালে
দুলবো দুজন মেঘ মন্দ্রের তালে তালে।