অজগর
                  শ্যামা প্রসাদ ঘোষ


হাসলাম,দাঁত ও চোখের পিছনে
ঘটনা একটা ঘটে গেল জানল-না কেউ
তেমন কিছুই নয়,নাকছাবির আক্কেল দাঁত
স্বপ্নের টেরাকোটা ধরে টানছিল চঞ্চলতায়
আমি তাকাতেই সকাল হল সেই সামান্য পিঠে
যে অংশটুকু ঘেরা ছিল সামাজিক শৃঙ্খলায়
ওখানে একটা সাদা ডাল কাঁপছিল ইশারাতে
আমি হারিয়ে যাচ্ছি বলে চিৎকার করিনি ঠিক
তবু নিশ্চিন্তে বেরিয়ে আসছি সেই মুখের তেরাস্তায়
প্রভাময় সকাল দাঁড়ালো আয়নার মুখোমুখি
আমি স্বপ্নের নাকছাবিটা খুলে বললাম,কেউ আছো?
অন্ততঃ নাকছাবিটার কেউ?
বেঁচে থাকতে যতটুকু অবিশ্বাসকে জায়গা ছাড়তেই হয়,
সেখানে থেকেই শব্দ ভাঙল-ভালবাসা অে অজগরে !!