আমার  মূর্খতা
                     শ্যামা প্রসাদ ঘোষ
এক মুঠো মেঘ
এক চিমটে জ্যোৎস্না-
খবর নিল তোমার
বলল তোমাকে চেনে
আমি বললাম ধুস্
জ্যোৎস্না বলল চিনি গো চিনি
মেঘ বলল আমার আদরিণী
আমি বললাম -বলতো ওর নাম
জ্যোৎস্না বলল ,বলব-তবে বলব
মেঘ বলল আমি,না-না আমি
আমি বললাম থাক-থাক পরে কোনোদিন
ওদিকে চন্দ্রানী চেঁচালো-জ্যোৎস্না ঘর আই
মেঘ বলল গপ্প করছি কা-মা,আর একটু পর
এমন সময় ঝড় ঝড়ল পাতায় লতায় পাতায়
খোলা ষাঁড়়ের মত ছুটে গেল মেঘ আর জ্যোৎস্না
আমি ভাবলাম-নামটা শুনলেই হত,অন্তত একবার
আসলে অন্যকিছু নয়,অন্য মুখে নামটা কেমন লাগে আর-
আমার গোপন গুহার গর্জন টা কে মেলানোর কিছু মূর্খতা !!