আমি আর তুই
                  শ্যামা প্রসাদ ঘোষ
একটা পরিচিত অন্ধকারে হারিয়ে যায় চোখ
আরক্ত চোখে ফসল ফলায় সেই মুখ
ঘটনাগুলো ভিড় করে দাঁড়ায় চোখের চোয়ালে
জীবন-তো ছোটো নয়,কাগুজে নৌকার মত
তাই মাঝে মাঝে হেঁচকি দিয়ে আসে তার স্মৃতি
আজও পুরনো সময়টা অন্ধকারে একতারার মত একা
তবে টুং টুং শব্দটা হৃৎপিণ্ডের মত সহুজে সোহাগী
ভেসে যায় সেই অন্ধকারে,যেখানে পুরনো সময় গুলো-
আজও গল্প করে-পৃথিবী থেকে অনেক অনেক দূরে-
প্রাগৈতিহাসিক অন্ধকারে-শুধু আমি আর তুই!!