ভাগার
          শ্যামা
আজ ভীষন মন খারাপ
পুরনো গন্ধ নাকে কাঁদছে বার বার
আমি কী বয়সটা কয়েক মাইল পিছিয়ে দেব


গায়ে মাটির ছাল
শেষ কবে ঘরুটে ধুলোয় ঘুমিয়েছিলাম,মনে নেই
যা হেসে ছিলাম...কোথাও ফেলে এসেছি
নারায়ণের নিত্য সেবার মত বেঁচে আছি
ঢাক নেই
ঢোল নেই
শুধু ঘন্টা
পায়ের তলায় পৃথিবীটা পিছলে যাচ্ছে
বৃষ্টি কমলে একবার শোবো


শরীরে প্রতিটি কোন প্রায় নিভে গেছে
অন্ধকারে কাঁদছে পাতলা জীবন
যদি কোনোদিন সকাল হয় সব খাতা গুলো নিয়ে  
একবার ভাগাড়ে যাব !!