দূগ্গা
                  শ্যামা প্রসাদ ঘোষ
আজ সপ্তমি- মাটির মেয়েটার
কপালের চোখ কাঁপছে ঘন ঘন
হ্যালোজেনটা একটু নিচে থাক
মাটির প্রদীপ করুক মুখ ভার
আজ সপ্তমি -মাটির মেয়েটার
রাস্তা মেয়ের জামায় রুগ্ন রক্ত
দশমির দেশ করেনি তাকে ক্ষমা
কপালে তার বিসর্জনের ঢাক
আজ সপ্তমি- মাটির মেয়েটার
ফুটপাত আজ ব্যস্ত দামি জুতোয়
পুঁটলি খানা কোথায় পাবে ঘর
টিনের থালায় গন্ধ খোঁজে হাত
টুনির আলোয় গা ধুচ্ছে  রাত
আজ সপ্তমি -মাটির মেয়েটার
প্যান্ডেল গুলো বেশ অহংকারী
সেলাই শিকল বোঝার উপায় কই
কোথায় গেল কাঁচা পাকা বাঁশ
ঝাড়বাতিটা ঝরছে ঝুরু ঝুরু
টুক দিচ্ছে কিছু অচেনা নিঃশ্বাস
আজ সপ্তমি -মাটির মেয়েটার
কাল অস্টমি- মাটির মেয়েটার
মেয়েটার হাতে সময় খুব কম
রাস্তার মেয়ে বসতো সিংহাসনে
খুঁজে আনছি তোর হারানো নাম
বেশ হত,এভাবে বাঁচলে কিছু ঘাম!!