গফুর
    শ্যামা
বৃষ্টি-সুতোয় বস্তুা সেলাই করছে আমিনা
মহাশূণ্য মাদুরে শুয়ে......হরিদ্রাভ শরৎ
দুই অনাহারী..... বাতাসের দাঁত ভেঙে  
এগিয়ে যাচ্ছে বেঁচে থাকার দিকে
পৃথিবীর পা-তলায় ছড়িয়ে দিচ্ছে-
মাটির বীজ
তারপর চিৎকার করে বলছে
আমি মাষ্টার মশাই ,আমি
ছোটগল্প গাঁয়ের গফুর
দরিদ্র দর্পণ