কম বেশি
              শ্যামা
এই
কদিন
পৃথিবীকে
নিজের কাছে রেখেছি
বৈকালীন নদী নাকে পরিয়ে দিচ্ছি পানসি  
প্রত্যুষে চাবকে ভাঙছি দুরন্ত সামুদ্রিক ঘুম
দু-হাতের ঢেউ কেড়ে
পড়তে বস
গাইলে পাখি
নকুলদানার নম্বর  
যে ফুল বাতাসে সুগন্ধি যত
তাকেও দিচ্ছি তত মুঠো গোবর সার
উত্তর দক্ষিণ শুয়ে মনে হচ্ছে আমিই পশ্চিমবঙ্গ
রোদভরা বালিশে মাথা রাখলে হিমালয়ের কাছে কপাল
পা-মেঝেয় গ্লাসের জল ভাঙলেই বঙ্গোপসাগর
তবুও করোনাতে এও রেখে গেল আমাকে
আটকাতে আতঙ্ক হচ্ছে মনে
আমার মৃত্যুই বেশি
জীবন .... !