খেদ
                     শ্যামা প্রসাদ ঘোষ
আমি কাঁদলে---
তুমি কী আজও অশ্রুময় হও
কেমন করে?
হাও হাও---
না কী,চোখের রাস্তা থেকে সরে
হৃদয়বিদারী রবীর গানের আড়ালে
এত অবিশ্রান্ত বিষাদ রাখি কোথায়
বুকের নিচে দুর্ভেদ্য রাতের নক্সা
আমাকে এফোঁড়-ওফোঁড় করে
তোমার লাগল?
পাশ ফিরে শোও!
আমি পিছনে আড়াল থেকে ধরেছি উঃ
রাতের জটিল অন্ধকারে
এ ভাবেই আমি সহজ হই
তোমাকে সুখি করি
আমার অসুখে রাতজাগে ট্যাবলেট,
যারা,এযাবৎকাল অভিভাবক-
তোমার মতন মুখচোরা লাল-সরলা!!