মেঘ
      শ্যামা


সিকিম গিয়ে
পাথরে ফেলে এসেছিলাম কয়েকটি কথা
অনেকটা বছর পেরিয়ে দীঘায়
দেখি ঢেউ গুলো বুকে হাত রেখে ফিরে যাচ্ছে নুনজলে
ওরা সব কথা
একদিন ছিলো অধিকাংশই আমার
এখন বঙ্গোপসমুদ্রের
ফিরে গেলাম পাহাড়ে
এখন যারা পাহাড়ে ঘুরতে যায়
মেঘ বলে আমাকে
বলে,এই মেঘ গুলো চিরদিন ধাক্কা খায় পাথরে
বৃষ্টি নামে বিছানা বালিশে!!