রজনিগন্ধা
                শ্যামা


মৃত্যু সম্পর্কে আমি বেশ কম জানি
জীবন সম্বদ্ধেও
শুধু কী গন্ধের তফাৎ
দেখার ভুল
সুতপার নাকছাবি কানে দুললেই যেন দুল
ততটুকু
ডাকলেই সাড়া দিই এর নাম জীবন
বেঁচে থাকা
মাথা পায়ে রক্ত ছুটিয়ে
দেখা হলেই ভালো আছি ভারতী,তুমি  
না না,
এ তো আলো অন্ধকার চাবুক মেরে আলাদা করা
একটি ফুলকে শিখিয়ে দেওয়া
রজনিগন্ধা!!