ঋণ
     শ্যামা
আমার তিন কিস্তির জীবন
সূচনালয়ে আয়নার উপস্থাপনাময় আকাশ
পায়ের নিচে ভীষ্মের দেখানো দুগ্ধবতী পৃথিবী
মধ্যবয়সে বাগানের পূর্ণ প্রস্তাবনা
একক ফুলেই বাগিচা
হতে পারত একশ,হাজার,লক্ষ,কোটি,আরও আরও...
মাটি,বুকের নিচে সহায় সমান্তরাল  
জল,যতদূর দেখা যায় দুচোখের চোরাস্রোতে
হয়ত উর্বরতা ছিল কম,সাদামাটির মাধ্যমিকে
তাই ফোটেনি লাল নীল পরমত হয়ে-ফুল
এর মধ্যে রসকাটছে তৃতীয় কিস্তির বর্ষাকাল
একলাফে পৃথিবী পেরিয়ে যাওয়ার প্রলুব্ধ প্রচেষ্টা
চিতাকাঠের উপর সম্ভাবনাময় হাঁটা
শুনেছি ইলেকট্রিক চুল্লিতে সময়ের উপলক্ষ কম
অপেক্ষায় সুস্থির,কবে বলব আমার কোন ঋণ নেই!!