সেই তুই
            শ্যামা প্রসাদ ঘোষ
একটা বিকেল
লাল আলোয় লুটোপুটি
কাঁচা পাকা ঢেউ
সন্ধ্যার সন্ধানে ছলাৎ ছলাৎ
রাতের টেবিলে
পোড়া রুটির হাঁস ফাঁস
তার পর অন্ধকার হয় চুপ
পাকানো প্রদীপে
শেষ হয় তেল নিঃশ্বাস  
তখন কলম কামড়ে ভাবি
আমার সেই “তুই” চাই
সকাল সাজার আগে
সেই দিনগুলো নামুক আন্দোলনে
ভুলছি না,ভুলব না-“তুুই”ফিরে আই!!