উত্তর দিতে পারিনি
                              শ্যামা
রাতের কিনারায় হাঁটছি
শিবলিঙ্গের মত সহুজে অন্ধকার
কয়েকটি মন্দ দরিদ্র নক্ষত্র লণ্ঠন হাতে দাঁড়িয়ে  
মেঘের কুয়োতে তৃষ্ণার্ত জল
ডাকছে আমাকে
আমার হাতে উষ্ণ আদর ছাড়া তেমন কিছুই নেই


এগিয়ে গেলাম চাররাস্তার বারান্দায়,বিশ্রামের দিকে
এখানে অন্ধকার আরও মজবুত  
পাগল ঘুমিয়ে
সারা শরীরে শিশিরের নরম নখ
কপালের ভাঁজে গুটিকতক পুরোনো বাতাস


দুঃখ পেরিয়ে অনেকখানি পিছিয়ে গেলাম আমি
যেখানে মাটির রাস্তার হাত ধরে দুটি গাঁ
খালি পায়ে হেঁটে যাচ্ছে আমাদের সন্তানের মত সময়
পায়ের ছাপগুলো নিরস্ত্র একটি প্রজাপতি প্রায়  
ফুলের ঘুম ভাঙার শব্দে কথা বলছি আমি
পাশে একটি মেয়েলি আঠারো উনিশ
খোঁপায় কয়েকটি ঠাণ্ডা বছর
আমার চোখ দুটো কোলের কাছে রেখে বলল
আবার কবে আসবে !!