রম্যসাজে ছদ্মবেশ, খোলস তোমার,
মিথ্যারে সত্যের রূপে প্রচারো সমাজে,
স্বার্থের শৃঙ্খলে বাঁধো জন-অধিকার
নিঃস্ব হয়যে মানুষ তোমার কুকাজে।  


নারীর সম্ভ্রম হরো, নির্মম নির্দয় !
নিষ্পাপ শিশুর প্রাণ, হয় বলিদান,
গরীবের ত্রাণ লুটো, গ্রাসিলে আশ্রয়,  
মজুদ বাড়িয়ে করো উচ্চ মূল্যমান।  


যুদ্ধ-দামামা বাজাও, শান্তির ভূতলে ,
রক্তগঙ্গা বয়ে চলে স্বদেশে বিদেশে,
উদ্বাস্তু মানুষ কাঁদে আকাশের তলে,
ভ্রুক্ষেপ নাই তোমার, ক্ষমতার আশে।  


ফিরিয়ে নাও তোমার মুক্ত তরবারি,      
মানুষেরে ভালোবাসো, বর্ষো শান্তি বারি।