বন্ধু মানে, দুরন্ত কৈশোরের অনাবিল আনন্দ আর
হৃদয়ের উচ্ছ্বাসের ভাগিদার।
বন্ধু মানে, মানঅভিমাননের লুকোচুরি
খেলতে খেলতে অনন্ত আঁধারে
কাছে পাওয়া।
বন্ধু মানে, অনাবিল হলুূদ জোছনায়
সুখগুলো দিয়ে  অলিন্দ রাঙানোর উৎসবে আপ্লূত প্রিয়জন।


বয়সের সীমা চিহ্নহীন কর্মে বিভোর মানুষের ভীড়ে ---
বন্ধু মানে, কণ্টকাকীর্ণ পথের মাঝে
হাতে হাত ছুঁয়ে বিশ্বাসের বর্ম নিয়ে
ঝাঁক ঝাঁক বুলেটের স্রোতে নির্ভয় সহযাত্রী।
বন্ধু মানে, সহায়হীন বৃদ্ধ-বৃদ্ধার আমৃত্যু ছায়াতরু।
বন্ধু মানে, দানবের নখরে রুদ্ধ সম্ভ্রম রক্ষায় তরুণীর সহযোদ্ধা।
বন্ধু মানে, নিরন্ন অবুঝ  শিশুর অশ্রুসজল মায়ের আলোর দিশা।
বন্ধু মানে, অনন্ত রাতের প্রহরে যেখানে খেলা করে অর্থের অতৃপ্ত প্রেতাত্মা,
খুঁড়ে খুঁড়ে খায় মানুষের অধিকার ----
মানুষের পাশে নির্ভীক যে।  
বন্ধু মানে --- তৃপ্ত, তুষ্ট, নির্লোভী,
সমুদ্রের মতোন মনের বিশালতায় আবিষ্ট,
আকাশের ঔদার্য ছুঁয়েছে যারে,
সংকটে, নক্ষত্রহীন রাতে হাতটা ছুঁয়ে
শঙ্কাহীন করবে জীবন যেজন
---- বন্ধু  বন্ধু  বন্ধু, সে-ই তো বন্ধু।